অঙ্ক করতে গিয়ে যা করছ তা তুমি কেন করছ, তা বোঝার জন্য সময় দাও। এটা তোমার গণিতের দক্ষতাগুলিকে অনেকটা বাড়িয়ে দেবে।
সমস্যার সমাধানে সরাসরি ঝাঁপিয়ে পড়লে হতাশা এবং বিভ্রান্তি আসতে পারে। তোমার পাঠ্যপুস্তকটি অধ্যয়ন করার চেষ্টা কর এবং শ্রেণিতে মনোযোগ দাও।তার পর সমস্যার সমাধান কর।
অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে।গনিতের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য। একই ধরনের অতিরিক্ত আরও সমস্যা বিভিন্ন বই থেকে খুজে সমাধানের চেষ্টা কর।
গণিত সমস্যাগুলি বুঝতে ও সমাধান করতে অন্য শিক্ষার্থীদের তুলনায় কিছু শিক্ষার্থীর বেশি সমাস্যা হয় । তাদের এই সমস্যাগুলি উচ্চস্বরে পড়া উচিৎ বা এমনকি সমস্যাগুলি আঁকার চেষ্টা করা উচিৎ । সমস্যাগুলি শুনে ও কল্পনা করে গণিতের দক্ষতা বাড়ে ও সমাধান সহজ হয়ে ওঠে।
কেন এবং কীভাবে এই গণিত এর প্রয়োগ- তা বোঝার চেষ্টা কর। এতে করে বাস্তব-বিশ্বের উদাহরণগুলির বিষয়ে চিন্তা করার চেষ্টা কর।সেখানে কিভাবে গণিত প্রয়োগ করা হয় তা নিয়ে চিন্তা কর।
অনলাইনে অধ্যয়ন বর্তমানের গণিত অনুশীলন করার জন্য একটি দুর্দান্ত উপায়। তুমি ক্লাসে শিখেছ এমন গাণিতিক ধারণাগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ছোট ভিডিও দেখতে পার। আমাদের ওয়েবসাইটে ইন্টারেক্টিভ কুইজ এবং পরীক্ষাও খুঁজে পাবে যা, যা তোমার আত্মবিশ্বাস বাড়াবে।
তোমার গণিতের প্রস্তুতি কেমন হয়েছে তা আমাদের হাই কোয়ালিটি মক টেস্টের মাধ্যমে তুমি বুঝতে পারবে। আমাদের ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত মকটেস্ট প্রকাশ করব। মক টেস্টের মাধ্যমে তোমার গণিতের দক্ষতা কতটা তা তুমি নিজেও আন্দাজ করতে পারবে। অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই মকটেস্ট তৈরি তাই এই মকটেস্ট তোমাদেরকে অনেকটা সাহায্য করবে।
“সংখ্যা, প্রতীক, বিভিন্ন মাত্রিক আকার, বিমূর্ত ধারণা অবকাঠামো ও তাদের পারস্পরিক সম্পর্ক, গতি এবং কালের বিজ্ঞানই হল গণিত”।
গণিত শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ‘Mathematics’ যা গ্রীক শব্দ ‘Mathein’ অথবা ‘Mathemata’ থেকে উদ্ভূত। গ্রীক ‘Mathein' শব্দের অর্থ হল ”শিক্ষা করা” এবং ‘Mathemata’ শব্দের অর্থ হল 'যে সব জিনিস শিক্ষা করা যায়।
International Dictionary of Education-4 'Mathematics'-কে science of magnitude and number' বলে ব্যাখ্যা করা হয়েছে।
খাতার পৃষ্ঠা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর লিখতে হবে। উপরে কোন শ্রেণীর এবং কোন মডেল অ্যাক্টিভিটি তা উল্লেখ করতে হবে। তোমার নাম ও রোল নাম্বার অবশ্যই লিখবে।
এই মহামারী এর সময় ছাত্র-ছাত্রীদের সুরক্ষিত রাখতে সরকার মডেল অ্যাক্টিভিটি টাস্ক নামক অ্যাসাইনমেন্ট ছাত্র-ছাত্রীদের বাড়ি বসেই লিখতে দিয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর জমা না দিলে চলতি ক্লাসে শিক্ষক তোমাকে উত্তীর্ণ না করতেও পারে।
ইউটিউব চ্যানেল এর চেয়ে ওয়েবসাইটে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর ভালোভাবে পাবে। ABVRP.COM
ওয়েবসাইটে পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত উত্তর পাবে। কারণ ইন্টারনেটের স্পিড যেখানে কম সেখানে ভিডিও ভালো চলবে না আর অন্যদিকে ওয়েবসাইট একবার লোড হয়ে গেলেই যেকোনো জায়গায় সেটা লেখা যাবে।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উপরে ভিত্তি করে বিভিন্ন স্কুলে নম্বর দিয়ে মার্কশিট তৈরি করবে ছাত্র-ছাত্রীদের। তবে অনেক স্কুল মডেল এক্টিভিটি তুলনায় পূর্বের বছরের রেজাল্ট কে গুরুত্ব দেবে।
1 | 2 | 3 | 4 | 5 |
6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | সূচীপত্র |
1 | 2 | 3 | 4 | 5 |
6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 |
সূচীপত্র |
1 | 2 | 3 | 4 | 5 |
6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 |
সূচীপত্র |
1 | 2 | 3 | 4 | 5 |
6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | ||
সূচীপত্র |
1 | 2 | 3 | 4 | 5 |
6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 |
26 | সূচীপত্র |
একটি মন্তব্য পোস্ট করুন