• ১: আগের পড়া.. (পৃষ্ঠাঃ ১)
  • ২: সহজে গ্রামের.. (পৃষ্ঠাঃ ২৬)
  • ৩: কার্ড দিয়ে.. (পৃষ্ঠাঃ ২৯)
  • ৪: সব থেকে বেশি.. (পৃষ্ঠাঃ ৪৮)
  • ৫: মিষ্টিমুখ হোক (পৃষ্ঠাঃ ৫৬)
  • ৬: সহজে বড়ো.. (পৃষ্ঠাঃ ৬৪)
  • ৭: একটা গোটা.. (পৃষ্ঠাঃ ৭৭)
  • ৮: চৌবাচ্চায় কত.. (পৃষ্ঠাঃ ৯৮)
  • ৯: আজ স্কুলবাড়ির.. (পৃষ্ঠাঃ ১০৮)
  • ১০: দেশলাই কাঠির.. (পৃষ্ঠাঃ ১১৬)
  • ১১: ধাপে ধাপে.. (পৃষ্ঠাঃ ১৩৬)
  • ১২: ইচ্ছামতো বিভিন্ন.. (পৃষ্ঠাঃ ১৪১)
  • ১৩: কাকার সাথে.. (পৃষ্ঠাঃ ১৫১)
  • ১৪ : এমন কিছু.. (পৃষ্ঠাঃ ১৬২)
  • ১৫: সময়ের সঙ্গে.. (পৃষ্ঠাঃ ১৭৩)
  • ১৬: ছবি দিয়ে.. (পৃষ্ঠাঃ ১৮০)
  • ১৭: ঘনবস্তু দেখি.. (পৃষ্ঠাঃ ১৮৯)
  • ১৮: ঐকিক শব্দের.. (পৃষ্ঠাঃ ১৯৫)
  • ১৯: তিনটি কাঠি.. (পৃষ্ঠাঃ ২১৪)
  • ২০: গোলাকার পথে.. (পৃষ্ঠাঃ ২২৬)
  • ২১: অঙ্কের মজা.. (পৃষ্ঠাঃ ২৩২)
  • নিজে করি - 1.1 (পৃষ্ঠাঃ 3)
  • কষে দেখি - 1.1 (পৃষ্ঠাঃ 4)
  • নিজে করি - 1.2 (পৃষ্ঠাঃ 6)
  • নিজে করি - 1.3 (পৃষ্ঠাঃ 7)
  • কষে দেখি - 1.2 (পৃষ্ঠাঃ 16)
  • নিজে করি - 1.4 (পৃষ্ঠাঃ 22)
  • কষে দেখি - 1.3 (পৃষ্ঠাঃ 25)
  • কষে দেখি - 1.4 (পৃষ্ঠাঃ 34)
  • কষে দেখি - 1.5 (পৃষ্ঠাঃ 39)
  • কষে দেখি - 1.6 (পৃষ্ঠাঃ 42)
  • নিজে করি - 2.1 (পৃষ্ঠাঃ 49)
  • নিজে করি - 2.2 (পৃষ্ঠাঃ 50)
  • কষে দেখি - 2 (পৃষ্ঠাঃ 51)
  • নিজে করি - 3.1 (পৃষ্ঠাঃ 54)
  • নিজে করি - 3.2 (পৃষ্ঠাঃ 55)
  • নিজে করি - 3.3
  • নিজে করি - 3.4
  • কষে দেখি - 3
  • কষে দেখি - 4
  • নিজে করি - 5.1
  • কষে দেখি - 4
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv
  • vvvvv

Class 10 Mathematics Content WBBSE | দশম শ্রেনি গনিত পাঠ্যসূচি | ক্লাস টেন ম্যাথ সিলেবাস

আলোচ্য বিষয়: দশম শ্রেণি গণিত প্রকাশ পাঠ্যসূচি

Class 10 Mathematics Content WBBSE

1 » একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ

i) একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ধারণা।

ii) একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax^2 + bx + c = 0(a, b, c)

বাস্তব সংখ্যা এবং a≠0)-এর ধারণা।

iii) উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান।

iv) পূর্ণবর্গাকারে প্রকাশের সাহায্যে একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান।

v) শ্রীধর আচার্যের সূত্রের ধারণা।

vi) বীজদ্বয়ের প্রকৃতি সম্বন্ধে ধারণা।

vii) বীজদ্বয় জানা থাকলে একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠনের ধারণা।

viii) বাস্তব সমস্যার সমাধানে একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রয়োগ।

2. » সরল সুদকষা

i)আসল, সুদ, শতকরা বার্ষিক সুদের হার, সুদ-আসল, সময় এদের ধারণা।

ii) (I = (prt)/100) সূত্রের ধারণা।

iii) বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা।

3 » বৃত্ত সম্পর্কিত উপপাদ্য

i) একই বৃত্তে অথবা সমান বৃত্তে সমান সমান জ্যা সমান সমান চাপ ছিন্ন করে এবং কেন্দ্রে সমান সম্মুখ কোণ

উৎপন্ন করে। (প্রমাণের প্রয়োজন নেই)

ii) একই বৃত্তে অথবা সমান বৃত্তে যে সকল জ্যা কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে তারা পরস্পর সমান। (প্রমাণের প্রয়োজন নেই)

iii) তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। (প্রমাণের প্রয়োজন নেই)

iv) ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে সরলরেখাটি জ্যা-এর উপর লম্ব হবে – প্রমাণ।

v) ব্যাস নয় এরূপ কোনো জ্যা-এর উপর কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো লম্বরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ।

vi) উপরের বিবৃতিগুলির প্রয়োগ।

4 » আয়তঘন

i) বাস্তবে দেখা আয়তঘনাকার ও ঘনক আকার বস্তুর ধারণা।

ii) তলসংখ্যা, ধারসংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা এবং কর্ণের সংখ্যার ধারণা।

iii) সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র গঠনের ধারণা।

iv) আয়তনের সূত্র গঠনের ধারণা।

v) কর্ণের দৈর্ঘ্যের সূত্র গঠনের ধারণা।

vi) বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা।

5. অনুপাত ও সমানুপাত

i) বীজগণিতে অনুপাত ও সমানুপাতের ধারণা।

ii) বিভিন্ন ধরনের অনুপাত ও সমানুপাতের ধারণা।

ii) সমানুপাতের বিভিন্ন ধর্ম সমানুপাতের সমস্যায় প্রয়োগের ধারণা।

6. চক্রবৃদ্ধি সুদ (3 বছর পর্যন্ত) ও সমহার বৃদ্ধি বা হ্রাস

i) সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের ধারণা।

ii) চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক, যাণ্মাসিক এবং ত্রৈমাসিক হলে সমূল চক্রবৃদ্ধির সূত্র গঠনের ধারণা।

iii) বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা।

iv) সমূল চক্রবৃদ্ধির সূত্র থেকে সমহারে বৃদ্ধি বা হ্রাসের সূত্র গঠনের ধারণা।

v) বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা।

7. বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য

i) কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের ধারণা।

ii) একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ –প্রমাণ।

iii) কোনো বৃত্তের একই বৃত্তাংশস্থ কোণ সকল সমান – প্রমাণ।

iv) অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ – প্রমাণ।

v) একটি সরলরেখাংশের একই পার্শ্বে অবস্থিত দুটি বিন্দুতে সরলরেখাংশটি সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ। (প্রমাণের প্রয়োজন নেই)

vi) উপরের বিবৃতিগুলির প্রয়োগ।

8. লম্ব বৃত্তাকার চোঙ

i) বাস্তবে দেখা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বস্তুর ধারণা।

ii) লম্ব বৃত্তাকার চোঙের বক্রতল ও সমতলের ধারণা।

ii) বক্রতলের ক্ষেত্রফলের সূত্র গঠনের ধারণা।

iv) সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র গঠনের ধারণা।

v) আয়তনের সূত্রের ধারণা।

vi) বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা।

9. দ্বিঘাত করণী

i) অমূলদ সংখ্যার ধারণা। দ্বিঘাত করণীর ধারণা।

ii) শুদ্ধ, মিশ্র, সদৃশ ও অসদৃশ দ্বিঘাত করণীর ধারণা।

iv) অনুবন্ধী করণীর ধারণা।

v) হরের করণী নিরসক উৎপাদকের ধারণা।

vi) দ্বিঘাত করণীর যোগ, বিয়োগ, গুণ ও ভাগের ধারণা।

vii) দ্বিঘাত করণীর বিভিন্ন সমস্যা সমাধানের ধারণা।

10. বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য

i) বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ।

ii) কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্তস্থ। (প্রমাণের প্রয়োজন নেই)

iii) উপরের বিবৃতিগুলির প্রয়োগ।

11. সম্পাদ্য : ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন

i) একটি প্রদত্ত ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন।

ii) একটি প্রদত্ত ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন।

iii) একটি প্রদত্ত ত্রিভুজের বহিবৃত্ত অঙ্কন। (মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়)

12. গোলক

i) বাস্তবে দেখা গোলক আকার ও অর্ধগোলক আকার ঘনবস্তুর ধারণা।

ii) গোলকের ও অর্ধগোলকের তলের ধারণা।

iii) গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ধারণা।

iv) অর্ধগোলকের বক্রতল ও সমগ্রতলের ক্ষেত্রফলের ধারণা।

v) গোলক ও অর্ধগোলকের আয়তনের ধারণা।

vi) বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা।

13.ভেদ

i) সরল ভেদ, ব্যস্ত ভেদ ও যৌগিক ভেদের ধারণা।

ii) ভেদ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও বাস্তব সমস্যা সমাধানের ধারণা।

14. অংশীদারি কারবার

i) অংশীদারি কারবার সম্বন্ধে ধারণা।

ii) সরল ও মিশ্র অংশীদারি কারবার সম্বন্ধে ধারণা।

iii) মূলধন সম্বন্ধে ধারণা।

iv) লভ্যাংশ বণ্টনের ধারণা।

v) অংশীদারি কারবার সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যায় অনুপাতের প্রয়োগ।

15. বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য

i) একটি বৃত্তের স্পর্শক ও ছেদকের ধারণা।

ii) একটি বৃত্তের স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব — প্রমাণ।

ii) একটি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হলে বহিঃস্থ বিন্দু ও স্পর্শবিন্দু সংযোগকারী

iii) সরলরেখাংশদ্বয় সমান এবং তারা কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে – প্রমাণ।

iv) সরল সাধারণ স্পর্শক ও তির্যক সাধারণ স্পর্শকের ধারণা।

v) দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু সমরেখ। প্রমাণ

vi) উপরের বিবৃতিগুলির প্রয়োগ।

16. লম্ব বৃত্তাকার শঙ্কু

i) বাস্তবে দেখা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি ঘনবস্তুর ধারণা।

ii) লম্ব বৃত্তকার শঙ্কুর বক্রতল ও সমতলের ধারণা।

iii) লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ধারণা।

iv) লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের ধারণা।

v) লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের ধারণা।

vi) বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের।

17. সম্পাদ্য : বৃত্তের স্পর্শক অঙ্কন

i) বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কনের ধারণা।

ii) বৃত্তের বহিঃস্থ একটি বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কনের ধারণা।

18. সদৃশতা

i) সদৃশ জ্যামিতিক চিত্রের ধারণা।

ii) ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। (প্রমাণের প্রয়োজন নেই)

iii) কোনো সরলরেখা ত্রিভুজের দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করলে সরলরেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল হয়। (প্রমাণের প্রয়োজন নেই)

(iv) দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী। (প্রমাণের প্রয়োজন নেই)

v) দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতী হলে তাদের অনুরূপ কোণগুলি সমান অর্থাৎ তারা পরস্পর সদৃশ। (প্রমাণের প্রয়োজন নেই)

vi) দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান এবং কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতী হলে ত্রিভুজদ্বয় সদৃশ। (প্রমাণের প্রয়োজন নেই)

vii) একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ পাওয়া যায় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা পরস্পর সদৃশ – প্রমাণ।

viii) উপরের বিবৃতিগুলির প্রয়োগ।

19. বিভিন্ন ঘনবস্তু বাস্তব সমস্যা

i) একের অধিক ঘনবস্তুর (আয়তঘন, ঘনক, লম্ব বৃত্তাকার চোঙ, গোলক, অর্ধগোলক, লম্ব বৃত্তাকার শঙ্কু)

ii) সম্পর্কযুক্ত বিভিন্ন বাস্তব সমস্যা সমাধান।


20. ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা

i) ত্রিকোণমিতির উদ্ভব, বিকাশ ও বাস্তব প্রয়োজনীয়তার ব্যাখ্যা।

ii) ধনাত্মক ও ঋণাত্মক কোণের ধারণা।

iii) কোণ পরিমাপের ধারণা।

iv) ষষ্টিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির ধারণা, তাদের সম্পর্ক ও বিভিন্ন সমস্যায় প্রয়োগের ধারণা।

21. সম্পাদ্য মধ্যসমানুপাতী নির্ণয়

i) জ্যামিতিক পদ্ধতিতে দুটি সরলরেখাংশের মধ্যসমানুপাতী নিৰ্ণয়।

ii) আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্র অঙ্কন।

ii) ত্রিভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন।


22. পিথাগোরাসের উপপাদ্য

i) পিথাগোরাসের উপপাদ্য – প্রমাণ।

iii) পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য

iii) উপরের বিবৃতিগুলির প্রয়োগ। – প্রমাণ।

23. ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি

i) সমকোণী ত্রিভুজের সাপেক্ষে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা।

ii) বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের পারস্পরিক সম্পর্কের ধারণা।

iii) কয়েকটি আদর্শ কোণের (0°, 30°, 45°, 60°, 90°) ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও বিভিন্ন সমস্যায় প্রয়োগের ধারণা।

iv) বিভিন্ন সমস্যায় ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগের ধারণা।

v) ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটি কোণ (যেমন, ৪) অপনয়নের ধারণা।

24. পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত

i) পূরক কোণের ধারণা।

ii) একটি কোণের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা এবং বিভিন্ন সমস্যা সমাধানের ধারণা।


25. ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ : উচ্চতা ও দূরত্ব

i) উন্নতি কোণ ও অবনতি কোণের ধারণা।

ii) সমকোণী ত্রিভুজ, উন্নতি কোণ এবং অবনতি কোণের সাহায্যে ত্রিকোণমিতিক পদ্ধতিতে বাস্তব সমস্যা সমাধানের ধারণা।

26. রাশিবিজ্ঞান গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান

i) মধ্যমগামিতা মাপকসমূহের ধারণা। গড় বা যৌগিক গড়ের ধারণা।

ii) যৌগিক গড় নির্ণয়ের তিনটি পদ্ধতি : (a) প্রত্যক্ষ পদ্ধতি (b) সংক্ষিপ্ত পদ্ধতি (c) ক্রম-বিচ্যুতি পদ্ধতি -এর ধারণা।

iv) মধ্যমা নির্ণয়ের প্রয়োজনীয়তার ধারণা।

v) মধ্যমা নির্ণয়ের সূত্রের ধারণা এবং বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা।

vi) ক্রমযৌগিক পরিসংখ্যা বক্ররেখা বা ওজাইভ-এর ধারণা।

vii) ওজাইভ থেকে মধ্যমা নির্ণয়ের ধারণা।

viii) সংখ্যাগুরুমান নির্ণয়ের প্রয়োজনীয়তা।

ix) সংখ্যাগুরুমান নির্ণয়ের সূত্রের ধারণা এবং বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের ধারণা।

x) যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরুমানের সম্পর্ক সম্বন্ধে ধারণা।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

What we Offer

গণিতের দক্ষতা কীভাবে বাড়াবে?

গণিত কাকে বলে ?

“সংখ্যা, প্রতীক, বিভিন্ন মাত্রিক আকার, বিমূর্ত ধারণা অবকাঠামো ও তাদের পারস্পরিক সম্পর্ক, গতি এবং কালের বিজ্ঞানই হল গণিত”।

গণিতের অর্থ কি ?

গণিত শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ‘Mathematics’ যা গ্রীক শব্দ ‘Mathein’ অথবা ‘Mathemata’ থেকে উদ্ভূত। গ্রীক ‘Mathein' শব্দের অর্থ হল ”শিক্ষা করা” এবং ‘Mathemata’ শব্দের অর্থ হল 'যে সব জিনিস শিক্ষা করা যায়।
International Dictionary of Education-4 'Mathematics'-কে science of magnitude and number' বলে ব্যাখ্যা করা হয়েছে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর কিভাবে লিখব?

খাতার পৃষ্ঠা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর লিখতে হবে। উপরে কোন শ্রেণীর এবং কোন মডেল অ্যাক্টিভিটি তা উল্লেখ করতে হবে। তোমার নাম ও রোল নাম্বার অবশ্যই লিখবে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক জমা না দিলে কি হবে?

এই মহামারী এর সময় ছাত্র-ছাত্রীদের সুরক্ষিত রাখতে সরকার মডেল অ্যাক্টিভিটি টাস্ক নামক অ্যাসাইনমেন্ট ছাত্র-ছাত্রীদের বাড়ি বসেই লিখতে দিয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর জমা না দিলে চলতি ক্লাসে শিক্ষক তোমাকে উত্তীর্ণ না করতেও পারে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর কোন ইউটিউব চ্যানেলে পাবো?

ইউটিউব চ্যানেল এর চেয়ে ওয়েবসাইটে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর ভালোভাবে পাবে। ABVRP.COM ওয়েবসাইটে পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত উত্তর পাবে। কারণ ইন্টারনেটের স্পিড যেখানে কম সেখানে ভিডিও ভালো চলবে না আর অন্যদিকে ওয়েবসাইট একবার লোড হয়ে গেলেই যেকোনো জায়গায় সেটা লেখা যাবে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর ভুল হলে কি হবে?

মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উপরে ভিত্তি করে বিভিন্ন স্কুলে নম্বর দিয়ে মার্কশিট তৈরি করবে ছাত্র-ছাত্রীদের। তবে অনেক স্কুল মডেল এক্টিভিটি তুলনায় পূর্বের বছরের রেজাল্ট কে গুরুত্ব দেবে।

পঞ্চম শ্রেণী

1 2 3 4 5
6 7 8 9 10
11 12 13 14 15
16 17 18 19 20
21
সূচীপত্র

ষষ্ঠ শ্রেণী

1 2 3 4 5
6 7 8 9 10
11 12 13 14 15
16 17 18 19 20
21 22 23 24 25
26 27 28 সূচীপত্র

সপ্তম শ্রেণী

1 2 3 4 5
6 7 8 9 10
11 12 13 14 15
16 17 18 19 20
সূচীপত্র

অষ্টম শ্রেণী

1 2 3 4 5
6 7 8 9 10
11 12 13 14 15
16 17 18 19 20
21 22 23 24 25
সূচীপত্র

নবম শ্রেণী

1 2 3 4 5
6 7 8 9 10
11 12 13 14 15
16 17 18 19 20
21 22 23
সূচীপত্র

দশম শ্রেণী

1 2 3 4 5
6 7 8 9 10
11 12 13 14 15
16 17 18 19 20
21 22 23 24 25
26 সূচীপত্র